‘ফাইটার’ সিনেমায় পারিশা জান্নাত

এবার ‘ফাইটার’ সিনেমায় অভিনয় করবেন পারিশা । সিনেমা র্নিমাণ করবেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। ‘ফাইটার’ সিনেমায় যুক্ত বিষয়টি নিশ্চিত করে পারিশা জান্নাত বলেন, ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করবো, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।

তিনি আরও বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।

মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অল্প সময়েই ছোট পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন পারিশা।

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকে কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও দেখা গেছে পারিশাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − four =