ফাতেমা আউয়াল মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল

মঙ্গোলিয়ার বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল।

তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সহধর্মিনী।

তিনি এর আগে অনারারি কনসাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। মঙ্গোলিয়ার কনস্যুলার কমিশনের অনুমোদনক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার নিয়োগ নিশ্চিত করেছে। গত ১৪ নভেম্বর এই ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × two =