ফাহমিদার কণ্ঠে দুই গান

ইউটিউবে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর গাওয়া দুটি গান। একটি রবীন্দ্রনাথ ঠাকুরের, অন্যটি এনামুল করিম নির্ঝরের। দুটি গান নিয়েই ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন শিল্পী।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের গানটি নতুন করে গেয়েছেন ফাহমিদা। নির্মলেন্দু গ‌ুণের ‘যাত্রাভঙ্গ’ কবিতার আশ্রয়ে নতুন করে গানটি গেয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও বানিয়েছেন আশিক মাহমুদ। গানটি গত মাসে প্রকাশিত হয়েছে ‘ফাহমিদা নবী’ নামের শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে। নতুন আয়োজন আর গায়কী শ্রোতারা পছন্দ করছেন বলে জানালেন ফাহমিদা। তিনি নিজেও উচ্ছ্বসিত ভক্তদের ইতিবাচক সাড়া পেয়ে।

অন্যদিকে, নির্মাতা, সুরকার, গীতিকার ও স্থপতি এনামুল করিম নির্ঝর প্রকাশ করছেন তাঁর ‘এক নির্ঝরের গান’ শিরোনামের গান। দেশের ৫৪ জন শিল্পীর কণ্ঠে ৬৩টি গান প্রকাশ করবেন তিনি। শুরুটা হয়েছিল রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতো’ শিরোনামের গান দিয়ে। চলতি মাসে প্রকাশ হলো ফাহমিদা নবীর গাওয়া ‘শাখা-প্রশাখার প্রভাব নিয়ে’ শিরোনামের গান। গানটি প্রকাশিত হয়েছে গানশালা একেএনসি নামের ইউটিউব চ্যানেলে। শাখা-প্রশাখার প্রভাব নিয়ে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। মিউজিক ডিজাইন করেছেন শুভেন্দু দাস।

ফাহমিদা নবী বলেন, ‘রবীন্দ্রনাথের গান গাইলে অদ্ভুত এক ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা, অনুভব ভাষায় প্রকাশের নয়। ধন্যবাদ সজীব দাসকে পাশে থাকার জন্য। আর নির্ঝরের গানটির কথা ও সুর এত ভালো লাগল যে মনে হলো কথাগুলো জীবনের সঙ্গে খুব প্রাসঙ্গিক। সুরে সুরে কথার বাণীতে আমাদের জীবনের সত্যগুলো প্রকাশ করে গেল। সবাই যদি একটু মন দিয়ে গানটি শোনেন, গানের কথাগুলো উপলব্ধি করেন, তাহলে মুগ্ধ হবেন।’

উল্লেখ্য, এনামুল করিম নির্ঝরের ‘আহা’ সিনেমায় নির্ঝরের লেখা ও দেবজ্যোতি মিশ্রর সুরে ফাহমিদা নবীর গাওয়া ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − 15 =