ফাহমিদা নবীর ঈদ উপহার দুটি গান

বুধবার (২৭ এপ্রিল) একসঙ্গে দুটি গান নিয়ে আসছেন নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম-‘সমাধি’ ও ‘এমন কেন হয়’। দুটি গানই ইউটিউবে গায়িকার নিজের চ্যানেলে উন্মুক্ত করা হচ্ছে।

দুটি গানেরই সুর করেছেন ফাহমিদা নবী নিজে। প্রথমটির কথা লিখেছেন মঞ্জুর এ চৌধুরী। দ্বিতীয়টির কথা আতিয়ুর রহমানের। সংগীতায়োজনে তানভীর দাউদ রনি। তাকে সহযোগিতা করেছেন শুভেন্দু দাস শুভ। চিত্রায়ন করেছেন তাহমিনা মুক্তা।

গান দুটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘ঈদে উপহার হিসেবে একজন শিল্পী গানই উপহার দিতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। গান দুটোই জীবনের সাথে সম্পৃক্ত প্রেমের গান।’

তিনি আরও যোগ করেন, ‘প্রেম আর বেদনা, চাওয়া আর পাওয়া দুটোই মরীচিকার মতন। পেছন ছাড়ে না ভালোবাসার টান। সেই টানকে নিয়ে দুটো গান। প্রিয় শ্রোতাদের জন্য সুর করেছি আমি নিজেই।’

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − two =