ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’

প্রকাশ হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গান প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ফাহমিদা নবী আমাদের দেশের গুণী শিল্পী। তার অনেকগুলো গান শ্রোতাদের কাছে বেশ প্রিয়। আমাদের দেশে যে ক’জন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন তাদের মধ্যে তিনিও একজন। তার জন্য এমন একটি গান করতে পেরে ভালো লাগছে।’

ফাহমিদা নবী বলেন, প্রায়ই নতুন গানের জন্য প্রস্তাব আসে। কিন্তু কথা ও সুর অনেক গানেরই পছন্দ হয় না। তবে এ গানটির কথাগুলো আমার মনে দারুণভাবে দাগ কেটেছে!

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে আজ (১২ অক্টোবর) মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + twenty =