ফিরছে বরফ যুগের গল্প

প্লাইস্টোসিন যুগে ফিরে যেতে প্রস্তুত হোন। এটা এমন একটা সময়, যখন সারা পৃথিবী ঢাকা ছিল বরফে। ওই প্রতিকূল পরিস্থিতিতে যে সব স্তন্যপায়ী প্রাণি টিকে ছিল, তারা উঠে এসেছে অ্যানিমেশন সিনেমা ‘আইস এজ’-এর চরিত্র হয়ে। ২০০২ সালে আসে প্রথম পর্ব। এরপর একে একে এসেছে ৫টি পর্ব। এ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিনেমা ‘আইস এজ: কলিশন কোর্স’ মুক্তি পায় ২০১৬ সালে। আট বছর পর এল ষষ্ঠ পর্বের ঘোষণা।

সম্প্রতি ডি২৩ ব্রাজিল সম্মেলনে জানানো হয় এ খবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে ডিজনি। তাতে আইস এজের কণ্ঠাভিনেতা রে রোমানো, জন লেগুইজামো, কুইন লতিফাহ, ডেনিস লিরি ও সাইমন পেগ নাটকীয়ভাবে ‘আইস এজ সিক্স’ সিনেমার কথা প্রকাশ্যে আনেন। জানান, ষষ্ঠ পর্বের নির্মাণ চলছে।

ভিডিওতে দেখা যায়, স্টুডিওতে চাদর গায়ে, মাথায় শীতের টুপি পরে শীতে কাঁপছেন রে রোমানো। ওদিকে তাঁর ফোনে বারবার কল আসছে, গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়ে দিয়েছেন কি না! এর মধ্যে স্টুডিওতে তুষার পড়া শুরু হয়। শীতে কাঁপতে কাঁপতেই রোমানো জানিয়ে দেন, আইস এজ সিক্স আসছে। তাঁর এ ঘোষণার পর স্ক্রিনজুড়ে ভেসে ওঠে ষষ্ঠ পর্বের লোগো।

আইস এজ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব ৪০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছিল। পাঁচটি পর্ব মোট ৩ দশমিক ২ বিলিয়ন ডলার ঘরে তুলেছে। ফলে আইস এজের পরের সিকুয়েল নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল ডিজনি। ভক্তদেরও অপেক্ষা ছিল। সে অপেক্ষার অবসান হলো সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে।

আইস এজের ষষ্ঠ পর্বটি কবে মুক্তি পাবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালেই দর্শক আরেকবার দেখতে পাবেন ম্যানি, সিড, ডিয়াগো, জুলিয়ান, রজার, স্কার্টসহ আইস এজের জনপ্রিয় চরিত্রগুলোকে।

জানিয়ে রাখা ভালো, ২০০২ সালে প্রথম পর্বের পর আইস এজের দ্বিতীয় পর্ব ‘দ্য মেল্টডাউন’ ২০০৬ সালে, তৃতীয় পর্ব ‘ডাউন অব দ্য ডাইনোসরস’ ২০০৯ সালে, চতুর্থ পর্ব ‘কন্টিনেন্টাল ড্রিফট’ ২০১২ সালে এবং কলিশন কোর্স মুক্তি পায় ২০১৬-তে। সব সিনেমাই দেখা যাচ্ছে ডিজনি প্লাসে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 14 =