ফেসবুকে নতুন ছবি দিয়ে নজর কাড়লেন জয়া

অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় সমান জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার রয়েছে লাখো অনুসারী। সেখানেই নিজের দৈনন্দিন জীবনের সকল মুহূর্তের কথা জানান দেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের মাঝেও মুগ্ধতা ছড়ান নিয়মিত।

শনিবার (১৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। যেখানে কারুকাজ খচিত হালকা সোনালি রঙের একটি পোশাকে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে।

ঘাসের উপরে একটি সোফায় হাস্যোজ্জ্বল জয়া। যেন শুয়ে, বসে কোনো এক আয়োজন উপভোগ করছিলেন। যদিও ক্যাপশনে জায়গার নাম বা উপলক্ষ্য জানাননি এই অভিনেত্রী।

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন জয়া। সকলেই তার রূপের প্রশংসা করেছে। সেইসঙ্গে বয়সের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ফিট রাখা, একের পর এক হিট সিনেমায় কাজ করে যাওয়ায় সাধুবাদও জানিয়েছে।

জয়া তার ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল ছবি। অভিনয় জগতে ইতোমধ্যেই পার করে ফেলেছেন দুই যুগেরও বেশি সময়। কিন্তু এখনো তার রূপে-গুণে, অভিনয়ে মুগ্ধ হয় ভক্তরা।

‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলি জার্নির এক দশক পূর্ণ হয়েছে। এই লম্বা অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারি। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া। সবশেষ গত ২ জুন ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। যেটি এখন পর্যন্ত বক্স অফিসে প্রায় ২ কোটি রুপি আয় করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + eleven =