প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনো গারাভানি মারা গেছেন। ‘ভ্যালেন্তিনো’ নামেই বিশ্বজুড়ে পরিচিত এই কিংবদন্তি ডিজাইনারের বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার (১৯ জানুয়ারি) ইতালির রাজধানী রোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
বিশ শতকের ফ্যাশন জগতের অন্যতম পথপ্রদর্শক হিসেবে জনপ্রিয় ভ্যালেন্তিনোর নকশা করা পোশাকে সাজতে দেখা গেছে হলিউড ও বিশ্ব রাজনীতির বহু তারকাকে। এলিজাবেথ টেলর, ন্যান্সি রিগ্যান, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টস ও গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা তার ডিজাইন করা পোশাক পরিধান করেছেন।
১৯৬০ সালে ভ্যালেন্তিনো প্রতিষ্ঠা করেন নিজের ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’। অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বে ফ্যাশনের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়। জর্জিও আরমানি ও কার্ল ল্যাগারফেল্ডের মতো কিংবদন্তিদের পাশে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেন।
ভ্যালেন্তিনো গারাভানি ও তার ব্যবসায়িক সহযোগী জিয়ানকার্লো জিয়ামেত্তির ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘পরিবারের সদস্যদের ভালোবাসায় ঘেরা অবস্থায় রোমে নিজের বাসভবনে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।’
ফাউন্ডেশন জানায়, ‘আগামী ২১ ও ২২ জানুয়ারি রোমের পিয়াজা মিনিয়ানেলিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর ২৩ জানুয়ারি ব্যাসিলিকা অব সেন্ট মেরি অব দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড মার্টায়ার্সে অনুষ্ঠিত হবে শেষকৃত্যানুষ্ঠান।’
১৯৩২ সালের মে মাসে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্ম নেওয়া ভ্যালেন্তিনো গারাভানি বিলাসিতা, আভিজাত্য ও সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধনের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই ফ্যাশন শিক্ষার উদ্দেশ্যে প্যারিসে পাড়ি জমান তিনি। পরবর্তী সময়ে জাক ফাথ, বালেন্সিয়াগা, জ্যাঁ দেসে ও গি লারোশের মতো বিশ্বখ্যাত ডিজাইনারদের সঙ্গে কাজ করেন ভ্যালেন্তিনো।
স্পেন সফর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা তার সিগনেচার কালার ‘ভ্যালেন্তিনো রেড’ ফ্যাশন ইতিহাসে এক অনন্য পরিচয় গড়ে তোলে। আইকনিক ‘ফিয়েস্তা ড্রেস’র মাধ্যমে এই রঙ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্র্যান্ডের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
২০০৮ সালে তার শেষ ফ্যাশন শোতেও এই ভালোবাসার ছাপ স্পষ্ট ছিল। ওই কালেকশনে সব মডেলই লাল পোশাক পরে র্যাম্পে হাঁটেন, যা ‘ভ্যালেন্তিনো রেড’র প্রতি তার গভীর অনুরাগের প্রতীক হয়ে আছে।
ফ্যাশন জগতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের ডিসেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডসে তাকে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এ সম্মানিত করা হয়।