ফ্যাশন ফিল্মে মডেল রিবা

মডেল সাবরিনা জামান রিবা সম্প্রতি কাজ করেছেন একটি ফ্যাশন ফিল্মে। বর্তমানে চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

রিবা বলেন, ‘ইউরোপিয়ান ফ্যাশন ফিল্ম অ্যাওয়ার্ড বিজয়ী একজন পরিচালকের সাথে কাজ করলাম। ইউরোপিয়ান এবং আমেরিকান ফেস্টিভ্যালে সাবমিশনের জন্য কাজটা করা। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আশা করি খুব শিগগিরই দর্শকেরা দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি এই কাজটা নিয়ে এখনই ডিটেইল বলতে চাই না। কার কাজ, কি কাজ, এতটুকু বলব কাজটা সবারই ভালো লাগবে। এটা সারপ্রাইজই থাক। কাজের অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো ছিল।’

রিবা বলেন, ‘করোনার মধ্যে সবচেয়ে কম কাজ করেছি। লকডাউন উঠে যাওয়ার পর কিছু কাজ করেছি। মূলত এখন খুব কম বাজেটে কাজ হচ্ছে, সে কারণে তেমন কাজ করা হচ্ছে না। তো সামনে ব্রাইডাল সিজন। তখন হয়তো বেশ কিছু কাজ করা হবে।’

১২ বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রিবা। এক যুগ পর এসে নিজেকে নতুন পরিচয়ে হাজির করতে যাচ্ছেন। বিশেষ করে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে নিজেকে মেলে ধরতে চান রিবা। এদিকে মডেলিংয়ের পাশাপাশি সম্প্রতি স্টাইলিং ও কোরিওগ্রাফির কাজও করছেন রিবা।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − fifteen =