বঙ্গবন্ধুর বায়োপিকের নতুন পোস্টার

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা ‘মুজিব’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে।

গেল ১৭ মার্চ বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টার উন্মোচন হয়। সেই পোস্টারে কারো চেহারা দেখানো হয়নি। শুধু রেসকোর্সের ময়দানে লাখো মানুষের সামনে মঞ্চে দাঁড়ানো বঙ্গবন্ধুর একটি হাত দেখানো হয়েছিল। যেটি ছিল এ চরিত্রে অভিনয় করা শুভ’র হাত।

এবার এলো পূর্ণাঙ্গ পোস্টার। যেখানে বঙ্গবন্ধু রুপে দেখা দিলেন আরিফিন শুভ। সেইসঙ্গে পোস্টারে উল্লেখ করা হলো এ ছবির বেশ ক’জন অভিনয় শিল্পীর নামও। সেখানে শুভ-তিশার পাশাপাশি আছে রিয়াজ, ফজলুর রহমান বাবু, দীঘি, নুসরাত ফারিয়ার নাম।

বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া নতুন পোস্টার প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।সেই পোস্টারে ছবির মুক্তির তারিখ হিসেবে উল্লেখ করা আছে চলতি বছরের সেপ্টেম্বর মাসের কথা।বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার এ ছবিতে অভিনয় করেছেন একঝাঁক শিল্পী।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − sixteen =