বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির শিল্পী-কুশলীরা চুক্তিবদ্ধ হয়েছেন।

সরকারি অনুদানপ্রাপ্ত শিশুতোষ এই সিনেমায় অভিনয় করবেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তানভিন সুইটি প্রমুখ। ভালোবাসা দিবসে তারা সবাই একসঙ্গে সিনেমাটিতে যুক্ত হয়েছেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, “একসময় দেশে তৈরি সিনেমা বিদেশে আলোড়ন সৃষ্টি করতো। এখন এ ধরণের সিনেমা আমাদের মাঝে নেই। চলচ্চিত্রের মান অনেকাংশে কমে যাচ্ছে। দর্শকরা হারিয়ে গেছে না-কি, সিনেমার মান কমে গেছে, বিষয়টি চিন্তার। মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে ‘মাইক’ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। আশা করি এটি দর্শকের মনে দাগ কাটবে।”

অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে পেয়ে আমি গর্বিত। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। কবিতা শুনতেন তিনি। সাংস্কৃতিক নানাক্ষেত্রেও তার পূর্ণ বিচরণ ছিল। সেই মহান মানুষকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে আমি কাজ করছি, নিজেকে গর্বিত মনে হচ্ছে।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘ছোটবেলা থেকেই মাইক দেখলেই মনে হতো উৎসবমুখর পরিবেশ। জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আমি সেই সিনেমার ছোট একটি অংশ হতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত।’

সিনেমাটির পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, “সরকারের অনুদান প্রাপ্তির তালিকায় ‘মাইক’র নাম দেখে আমি আনন্দিত। বিগত দিনে বিভিন্ন মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছি। তবে আমার কাছে মনে হয়েছে শিল্পের অন্য কোনো মাধ্যম আমাদের চেতনার জগতে ততোটুকু নাড়া দিতে যথেষ্ঠ নয়, যতটুকু চলচ্চিত্র দিতে পারে।’’

ঢাকা পোস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =