বন্দরের বিস্ফোরণস্থল পরিদর্শনে ইরানের প্রেসিডেন্ট, নিহত ২৮

ইরানের প্রেসিডেন্ট রোববার সেই বন্দরের বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন, যেখানে ভয়াবহ এক বিস্ফোরণে ২৮ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে। খবর বাসস।

তেহরান থেকে এএফপি  জানায়, শনিবার দক্ষিণ ইরানের শাহিদ রাজায়ী বন্দরে বিস্ফোরণটি ঘটে। এ বন্দর হরমুজ প্রণালীর কাছে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের মোট তেল রপ্তানির পাঁচভাগ পরিবাহিত হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ভয়াবহ ধোঁয়া ও বায়ুদূষণ ছড়িয়ে পড়ায়, রোববার বন্দরের নিকটবর্তী হরমুজগান প্রদেশের রাজধানী বান্দার আব্বাসের সব স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়, যাতে করে কর্তৃপক্ষ জরুরি পরিস্থিতি মোকাবিলায় মনোযোগী হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় বাসিন্দাদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বাইরে যাওয়া এড়িয়ে চলার এবং সুরক্ষামূলক মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

বান্দার আব্বাসে পৌঁছে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সরকারের কিছু করণীয় বা অনুসরণযোগ্য বিষয় আছে কিনা, তা সরেজমিনে দেখতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘যারা স্বজন হারিয়েছেন, তাদের আমরা দেখভাল করব, আর যারা আহত হয়েছেন, তাদেরও অবশ্যই আমরা সহযোগিতা করব।’

পেজেশকিয়ান এরই মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার দূতাবাস জানিয়েছে, তারা ‘বিভিন্ন বিশেষজ্ঞবাহী’ একাধিক বিমান ইরানে পাঠাচ্ছে আগুন নেভাতে সহায়তার জন্য। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, এসবের মধ্যে একটি বিশেষায়িত অগ্নিনির্বাপক বিমানও রয়েছে।

‘দ্য নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিস্ফোরণে যা ফেটেছে তা হলো সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানির একটি প্রধান উপাদান।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাঈ-নিক রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘এ এলাকায় সামরিক জ্বালানি বা সামরিক কাজে ব্যবহৃত কোনো আমদানি বা রপ্তানি পণ্য ছিল না।’

বন্দরের কাস্টমস অফিস রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থের সংরক্ষণাগারে আগুন লাগার কারণেই বিস্ফোরণটি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × two =