বর্ষাবরণে চ্যানেল আইয়ে নানা আয়োজন

জ্যৈষ্ঠের আজ শেষ দিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্ষা। বর্ষাকে বরণ করে নিতে চ্যানেল আই আজ প্রচার করবে নানা অনুষ্ঠানমালা। এ উপলক্ষে আজ রাত ১০টায় বৃষ্টির দৃশ্যায়ন নিয়ে আবদুর রহমানের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘সিনেমায় বৃষ্টি’।

আগামীকাল বর্ষার প্রথম প্রহরে সকাল ৭টা ৩০ মিনিটে থাকছে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’। অনুষ্ঠানে অণিমা রায় পরিবেশন করবেন বর্ষার গান।

দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার করা হবে তারকাকথনের বিশেষ পর্ব। বেলা ১টা ৩০ মিনিটে অরুণ চৌধুরীর উপস্থাপনায় এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে বৃষ্টি’। বেলা ৩টা ৫ মিনিটে থাকছে হাবিবুর রহমান খানের প্রযোজনায় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। অভিনয়ে ফেরদৌস আহমেদ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রেজাউল করিম কাজলের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘নাটকে বৃষ্টি’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − seven =