বলিউড অভিনেতা শহিদ কাপুরের জন্মদিন আজ

বলিউড অভিনেতা শহিদ কাপুরের ৩৮তম জন্মদিন আজ। ১৯৮১ সালের ২৫ ফেব্রম্নয়ারিতে জন্মগ্রহণ করা এ অভিনেতা পঙ্কজ কাপুর ও অভিনেত্রী নীলিমা আজিমের ছেলে। শহিদের বয়স যখন তিন বছর, তখন তার বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর শহিদ তার মায়ের সঙ্গে থাকতেন। ১০ বছর বয়সে শহিদ মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন। সেখানে তিনি একটি ড্যান্স অ্যাকাডেমিতে যোগ দেন। ১৯৯০-এর দশকে কয়েকটি চলচ্চিত্রে শহিদ সহ-নৃত্যশিল্পী হিসেবে কাজ করেন। পরবর্তীকালে তিনি কয়েকটি মিউজিক ভিডিও ও টেলিভিশন বিজ্ঞাপনেও অভিনয় করেন। ২০০৩ সালে ইশক্‌? ভিশক্‌? নামে একটি রোমান্টিক কমেডি ছবিতে শহিদ প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরুষের পুরস্কার পান। এরপর তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র বাণিজ্যিক সফলতা অর্জনে ব্যর্থ হয়। পরে অমৃতা রাওয়ের বিপরীতে সুরজ বরজাত্যের পারিবারিক ড্রামা চলচ্চিত্র বিবাহ (২০০৬) বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করে। ইমতিয়াজ আলির রোমান্টিক কমেডি ছবি জব উই মেট-এ (২০০৭) এক দুশ্চিন্তাগ্রস্ত ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার বিভাগে মনোনয়ন পান। ২০১৪ সালে কপুর ভরদ্বাজের বহুপ্রশংসিত ড্রামা চলচ্চিত্র হায়দার-এ হ্যামলেটের ভূমিকায় অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য তিনি ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 15 =