‘বাংলা খেয়াল উৎসব’ শুরু হয়েছে

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতের বড় আয়োজন ‘বাংলা খেয়াল উৎসব’। গেল ১০ বছর ধরে অনুষ্ঠিত এই অনুষ্ঠান চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গসংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বুধবার ৩১ জানুয়ারি চ্যানেল আইয়ের ছাদবারান্দায় সন্ধ্যা ৫টা ১০ মিনিট নাগাদ শুরু হয়েছে এ উৎসব, আয়োজনটির পর্দা নামবে আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ, সংগীতশিল্পী ফেরদৌস আরা, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, লিনা তাপসী খান, নাশিদ কামালসহ প্রায় শতাধিক শিশু খেয়ালশিল্পীর পাশাপাশি খেয়াল উস্তাদেরা। সূত্র: চ্যানেল আই।

উদ্বোধনী অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, ‘১০ বছর ধরে চ্যানেল আইতে “বাংলা খেয়াল উৎসব” অনুষ্ঠিত হয়ে আসছে, যেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। কেননা আমরা শুদ্ধ সংগীতচর্চার একটি অংশ হতে পারছি, সাধারণ মানুষের দ্বারপ্রাপ্তে এই “বাংলা খেয়াল”কে পৌঁছে দিতে পারছি। এটাই আমাদের জন্য প্রাপ্তি।’

শাইখ সিরাজ আরও বলেন, ‘শুদ্ধ সংগীত বিকাশের বিকল্প কিছু নেই। দীর্ঘদিন ধরে চ্যানেল আই শুদ্ধ সংগীত বিকাশের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এর সঙ্গে একটা সময়  যুক্ত হন শ্রদ্ধেয় আজাদ রহমান। যিনি এককথায় বাংলা খেয়ালের এই বাংলায় প্রবক্তা। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের সাথে আছেন তাঁর অনুসারীরা। সবাই “বাংলা খেয়াল উৎসব”কে সমর্থন দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন।’

ফেরদৌস আরা বলেন, ‘বাংলা সংগীত কতটা সমৃদ্ধ, সেটা বাংলাদেশ দেখিয়ে দিতে পারছে। বাংলা খেয়ালের মতো একটা উৎসব প্রতিবছর চালিয়ে যাওয়া কম কথা নয়। এর জন্য চ্যানেল আইকে কৃতজ্ঞতা। তাদের পৃষ্ঠপোষকতা না থাকলে শুদ্ধ সংগীতের এই চর্চা অব্যাহত রাখা সম্ভব হতো না।’

‘ওস্তাদ আজাদ রহমান বাংলা খেয়াল নিয়ে যে উদ্যোগ ও স্বপ্ন দেখেছিলেন, সেটা আমরা ধরে রাখব,’ বলেন নাশিদ কামাল। আজাদ রহমানের সহধর্মিণী সেলিনা আজাদ বলেন, ‘চ্যানেল আইয়ের প্রতি শ্রদ্ধেয় আজাদ রহমান যে বিশ্বাস রেখেছিলেন, তিনি প্রয়াত হলেও চ্যানেল আই সেটা সেভাবেই হোক আয়োজন করছে। প্রতিবছর সুন্দরভাবে বাংলা খেয়াল উৎসব হচ্ছে। গানের মাধ্যমে তার স্বপ্নটুকু পূরণ করতে পারছি আমরা, এর চেয়ে বড় পাওয়া আর হয় না।’

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ প্রয়াত আজাদ রহমান। তাঁকে স্মরণ করেই এই অনুষ্ঠান। উৎসবটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই এবং অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + twelve =