বাউল শিল্পী সাধন দাস মারা গেছেন

প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী সাধন দাস বৈরাগী। বিশিষ্ট বাউল সঙ্গীতজ্ঞের শরীর বেশ কিছু দিন ধরেই খারাপ ছিল। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টা নাগাদ নিজের আশ্রমেই প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শুধু এ বাংলায় নয়, সাধন দাস বৈরাগ্যর জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়ে পৌঁছেছিল বিশ্বের বিভিন্ন দেশে। জাপানে গিয়ে প্রথমে খ্যাতি পান। তার বাউল তত্ত্বের টানেই মাকি কাজুমি জাপান চলে আসেন ভারতে। সাধনের কাছে শিষ্যত্ব নেন। শেখেন বাউল গানও। এর পর সাধন বৈরাগ্যের সঙ্গে আশ্রমেই থাকতেন তিনি। এ ভাবে অনেক শিল্পী নানা দেশ থেকে তার শিষ্য হন। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে বিদেশে।

বর্ধমানের হাটগোবিন্দপুরে ছিল তার আশ্রম। পরে আমরুল গ্রামে নিজের আশ্রম গড়ে তোলেন তিনি। সেই আশ্রমে ছুটে আসতেন অনেকেই। জয়দেব কেঁদুলী মেলায় মাইক দাপাদাপি কমিয়ে প্রাকৃতিক সুর ফেরানোর আর্জিও সম্প্রতি করেছিলেন তিনি। বাউলের দেহতত্ত্ব, প্রেমের গানে মন জয় করতেন দর্শকদের। রবিবার ‘সদানন্দের হাট’ ছেড়ে গৌরলোকে বিলীন হলেন বাউল সাধক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 2 =