বাপ্পা মজুমদারের প্রথম একক কনসার্ট

তিন দশকের আনুষ্ঠানিক ক্যারিয়ারে বাপ্পার সৃষ্টি অসামান্য। একক, ব্যান্ড, চলচ্চিত্র, নাটক আর মঞ্চে- নিজের সংগীত ও কণ্ঠদ্যুতি ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে এবারই প্রথম তিনি শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নতুন আবহে, একা। মানে দেশ-বিদেশে অজস্র কনসার্ট করলেও এবারই প্রথম তাকে ঘিরে আয়োজন হচ্ছেন একক শো।

‘অ্যালাইভ এক্সপেরিয়েন্স’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করছে ক্যারট কম। সহযোগিতায় এয়ারস্টার ও অ্যালাইভ। ২৩ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৩ নম্বর হলে এই বিশেষ একক কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বাপ্পা মজুমদারের পরিবেশনা। এতে তার সঙ্গে অতিথি শিল্পী হিসেবে অংশ নেবেন তিন কণ্ঠশিল্পী কণা, কোনাল ও শুভ।

জানা গেছে, এই বিশেষ কনসার্টের মাধ্যমে তিন দশকের বাপ্পা মুজমদারের বহুমাত্রিক সংগীতজীবন উঠে আসবে একসঙ্গে। সেটা যেমন সংগীত পরিবেশনায় তেমনি প্রজেক্টরেরর মাধ্যমে পর্দায়। মঞ্চে দলছুট সদস্যরা ছাড়াও বাপ্পাকে ঘিরে থাকবেন বেশ ক’জন বিশেষ মিউজিশিয়ান। থাকছে আরও অনেক চমক। এমনটাই জানান দলছুট মুখপাত্র ও গীতিকবি শাহান কবন্ধ।

নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ক্যারিয়ার টানা তিন দশকের। এভাবেও বলা যায়, যার জন্মই হয়েছে বিখ্যাত সংগীত পরিবারে। প্রখ্যাত সংগীতজ্ঞ বারীণ মজুমদার ও সংগীতশিল্পী ইলা মজুমদার দম্পতির সন্তান তিনি।

আয়োজনটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার। তার ভাষায়, ‌‌‘প্রথম একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছি। এটা অন্যরকম এক ভালো লাগার বিষয়। ৩০ বছরের সংগীত ক্যারিয়ার আমার। অথচ সংগীতের এই দীর্ঘ সফরে কেন জানি না একক কনসার্ট করা হয়নি। এটা বেশ অস্বাভাবিক লাগছে এখন। এটাও সত্যি, কখনও এভাবে হয়ে ওঠেনি!  হয়তো সেভাবে কখনও ভাবিনি। এবার সেটা হচ্ছে। অ্যালাইভের আয়োজন আমাকে সেই সাহসটা দিলো।’

আয়োজকরা জানান, শ্রোতারা ৬শ’, ১২শ’ ও ৩ হাজার টাকা দামে যে কোনও একটি টিকিট সংগ্রহ করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। ১০ সেপ্টেম্বর থেকে স্বাধীন-অ্যাপসহ নির্দিষ্ট কিছু স্থানে টিকিট পাওয়া যাবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × one =