বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছরের নিষেধাজ্ঞা ফিফার

আর্থিক অনিয়মে ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়লেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানিয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বাফুফেতে বরাদ্দকৃত ফিফার ফান্ড ব্যবহারের ক্ষেত্রে মিথ্যা তথ্য-ডকুমেন্ট ব্যবহার করেছেন তিনি।

এই অপরাধে ফুটবলীয় কার্যক্রমে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক জরিমানাও। বাংলাদেশি মুদ্রায় তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত এই অনিয়মের জন্যেই কিছুদিন আগে বাফুফের এই কর্তাকে ফিফা সদর দপ্তর জুরিখে ডেকে পাঠানো হয়েছিল।

তার পর তদন্ত শেষে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, আবু নাঈম সোহাগ তিনটি ধারা ভঙ্গ করেছেন। যেটি মূলত সাধারণ দায়িত্ব, আনুগত্য এবং জালিয়াতি ও মিথ্যাচার সম্পর্কিত।

এএফসি ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফিফার মিডিয়া রিলিজ দেখেছি। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দুই বছরের জন্য সাসপেন্ড হয়েছেন। এই শাস্তির বিপক্ষে হয়তো আপিলের সুযোগ রয়েছে।’

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + twenty =