বায়োস্কোপ ব্যান্ডের প্রথম গান ‘চিনি কম লিকার বেশি’

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে এল ব্যান্ড বায়োস্কোপ। ‘চিনি কম লিকার বেশি’ শিরোনামের গানটি টিএসসির চা বিক্রেতা স্বপন মামাকে উৎসর্গ করেছে করেছে বায়োস্কোপ। বৃহস্পতিবার বায়োস্কোপ ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

নিজেদের প্রথম মৌলিক গান নিয়ে ব্যান্ডের সদস্য তারেক বলেন, ‘এক বন্ধুর ফেসবুক ওয়ালে পাওয়া এই লাইনটা হুট করেই মনে গেঁথে যায়। এরপর কানেক্ট করি টিএসসির জীবন ইতিহাস স্বপন মামাকে। ভাবতে ভাবতে পুরো ক্যাম্পাসের গল্পের একটা লোক-আঙ্গিক দাঁড়িয়ে গেল।’

বায়োস্কোপের আরেক সদস্য অরণ্য বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ব্যান্ডের নিজস্ব গান থাকবে। সেই পরিকল্পনা থেকেই ব্যান্ড গঠনের শুরুতেই আমার নতুন গান প্রকাশ করেছি।’

শিগগিরই ‘হেলায় ফেলায়’ ও ‘বিসিএস’ নামে আরও দুটি গান প্রকাশ পাবে বায়োস্কোপের। এ ব্যান্ডের গানের ধরন নিয়ে অরণ্য বলেন, ‘ব্যান্ড গঠনের চিন্তা করার পর থেকেই আমার ভাবছিলাম কী ধরনের গান করব। ভাবতে ভাবতেই মাথায় আসে, আমরা লোক-আঙ্গিকের গান করব, কিন্তু তা হবে সমকালীন গল্প নিয়ে। চারপাশে যা দেখছি তারই বায়োস্কোপ দেখাব আমরা।’

বায়োস্কোপ ব্যান্ডের লাইনআপ:

অরণ্য আকন (ভোকাল ও গিটার)

সাহস মোস্তাফিজ (ভোকাল ও মেলোডিকা)

বাপ্পি নবী (ভোকাল ও গিটার)

লোবান (ড্রামস)

আবির দাস (পারকেশন)

তারেক আহসান (ভোকাল ও বেজ গিটার)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − nine =