বিপিএলে খেলার জন্য আদর্শ অবস্থায় আমি নেই: মাশরাফি

পুরোপুরি ফিট না থাকায়  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার  আদর্শ অবস্থায় নেই  বলে স্বীকার করেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খবর বাসস

আট মাস পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেছিলেন তিনি। যদিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেই প্রথম বলেই উইকেট নেন মাশরাফি। ছোট রান আপে বোলিং করার কারনে সমালোচিত হন এই পেসার। এতেই স্পষ্ট হয়ে যায়, ক্রিকেট খেলার জন্য যথেষ্ট ফিট নন ম্যাশ।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের পর মাশরাফি বলেন, ‘প্রতিবার সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। হ্যাঁ, আমার দিক থেকে ক্রিকেটের প্রতি আবেগ আছে, তবে আমি মনে করি এটি আমার জন্য আদর্শ পরিস্থিতি নয় (বিপিএল খেলা)।’

রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসরে টানা দ্বিতীয় হারের লজ্জা পায় মাশরাফির সিলেট।

এর আগে, মাশরাফিকে একাদশে রাখায় সিলেট স্ট্রাইকার্সের সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্বান্ত টুর্নামেন্টকে ছোট করছে।

তার মতে, যেহেতু পুরো বিশ্ব টুর্নামেন্টটি দেখছে সেহেতু এটি ভুল বার্তা দিচ্ছে।

আশরাফুল বলেন, ‘সে (মাশরাফি) আসলে খেলতে চায়নি কিন্তু ফ্র্যাঞ্চাইজি চায় সে খেলুক, মাঠে থাকুক। এই ধরনের ভাবনা টুর্নামেন্টকে ছোট করছে। কারণ এটি আমাদের প্রধান টুর্নামেন্ট এবং এটি বিশ্বের সবাই দেখছে।’

আশরাফুল আরও বলেন, একাদশে মাশরাফি থাকায় রেজাউর রহমান রাজার মতো তরুণ খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি  বলেন, ‘সে ছোট রান আপ নিয়ে খেলছে। যদিও প্রথম বলে উইকেট পেয়েছে, কিন্তু (এটি তার দলে থাকাকে সমর্থন করে না)। মাশরাফি খেলার কারনে রাজা প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা পাচ্ছে না। রাজা একজন প্রশ্রিুতিশীল খেলোয়াড় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছাকাছি চলে আসায়, তাকে ম্যাচ খেলতে হবে।’

মাশরাফি এ বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘কে একাদশে খেলবে, তা নির্ভর করে দলের উপর। তবে আদর্শ পরিস্থিতিতে এটি হওয়া উচিত (একজন তরুণ খেলোয়াড়ের খেলা উচিত)।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × five =