‘বিরাট কোহলির প্রেমে পাগল ছিলাম’

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের আরও এক অভিনেত্রী, ম্রুণাল ঠাকুর। সম্প্রতি ই-টাইমস্‌ কে দেওয়া একটি সাক্ষাত্‌কারে, অকপটে বললেন, বিরাট কোহলিকে তিনি ভালোবাসেন।

‘একটা সময় ছিল যখন বিরাট কোহলির প্রেমে আমি পাগল ছিলাম। আমার ভাই ক্রিকেটের অন্ধ ভক্ত। ওর জন্যই প্রথম খেলা দেখা শুরু। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছি ভাইয়ের সঙ্গে। নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছি। আর দেখুন, আজ ক্রিকেটের উপর তৈরি ছবি জার্সির অংশ আমি।’

খুব কম সময়ের মধ্যেই বলিউডের নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন ম্রুণাল ঠাকুর! সুপার ৩০, বটলা হাউস, তুফান মতো ছবিতে দেখা গেছে তাকে। আগামীদিনে শহীদ কাপুরের বিপরীতে জার্সিতেও দেখা যাবে তাকে।

বিনোদন জগতে ম্রুণাল ঠাকুরের পথ চলা শুরু টেলিভিশনের হাত ধরেই। বুলবুল আরোরার চরিত্রে নজর কাড়েন তিনি। বলিউডে তার পা রাখা ২০১৯ সালে সুপার ৩০ ছবি দিয়ে। ২০২০ সালে ম্রুণাল ঠাকুরকে দেখা যায় ওয়েব সিরিজ ঘোস্ট সিরিজে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে ২০২১ সালে দিওয়ালিতে সিনেমা হলেই মুক্তি পাবে শাহিদ কাপুরের বিপরীতে তার ছবি জার্সি।

এই সময়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 13 =