বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রিয়াঙ্কা

বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করেছেন নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন দেশি গার্ল। আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখ তিনি। এবার বিবিসির প্রভাবশালীর তালিকায় নাম এল অভিনেত্রীর।

২০২২ সালে বিশ্বের ভূমিকায় রাখা ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় থাকায় নারীরা জায়গা পেয়েছেন এই তালিকায়। সমাজকর্মী, সাংবাদিক, অভিনেত্রী, ক্রীড়াবিদ থেকে শুরু করে একাধিক পেশার নারীরা জায়গা করে নিয়েছেন এই তালিকায়।

তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী হিসেবে নাম রয়েছে প্রিয়াঙ্কার। গায়িকা বিলি ইলিশ, অভিনেত্রী এবং প্রতিবন্ধী কর্মী সেলমা ব্লেয়ার এবং হলিউড আইকন রিটা মোরেনোর মতো ব্যক্তিত্বদের নাম রয়েছে এই তালিকায়। তালিকায় রয়েছেন অন্য তিন ভারতীয় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার সিরিশা বন্দলা, বুকার-জয়ী লেখক গীতাঞ্জলি শ্রী এবং সমাজকর্মী স্নেহা জাওয়ালে।

এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০২ সালে বলিউডে ডেবিউ করেছেন তিনি। প্রাক্তন মিস ওয়ার্ল্ডে খেতাব জয়ী প্রিয়াঙ্কা হলিউডের নিজের জায়গা পাকা করেছেন। নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে অভিনেত্রীর। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রিয়াঙ্কা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × five =