বিশ্ব কাপ ক্রিকেটে ভারতের জয়যাত্রা অব্যাহত

সালেক সুফী

দেশের মাটিতে বিশ্ব কাপ ক্রিকেটে ২০২৩ প্রত্যাশা অনুযায়ী খেলে শক্তিশালী ভারত জয়ের ধারা অব্যাহত রেখেছে। অন্যদিকে সবাইকে বিস্মিত করে ক্রমাগত হারের বৃত্তে থাকা শিরোপাধারী ইংল্যান্ডের অবস্থান এখন পয়েন্টস তালিকায়  তলানিতে। কাল লখনৌতে খেলা একপেষে ম্যাচে ভারতের ২২৯/৯ রান তাড়া করে ১২৯ রানেই লেজ গুটিয়েছে ইংলিশ থ্রি লায়ন্স। পরাজয় ১০০ রানের। অথচ বিশ্লেষকরা ইংল্যান্ডকে এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হিসাবেই বিবেচনায় রেখেছিলো। বাংলাদেশ যদি শেষ তিনটি খেলায় একটি দুটি জয় অর্জন করতে পারে তাহলে ইংল্যান্ডকে চরম লজ্জাজনক পরিণতি নিয়েই বিদায় নিতে হবে. টুর্নামেন্টের ৯ম, ১০ম দল দুটো ২০২৪ পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না।

কাল লখনৌ স্টেডিয়াম উইকেট ধীর গতির অসম বাউন্স এবং ঘূর্ণি ধাঁচের।  টস হেরে প্রথম ব্যাটিং করা ভারত স্বাভাবিক ছন্দে খেলতে পারে নি. উইকেটের ফায়েদা নিয়ে ইংল্যান্ডের বোলাররা ভারতের ব্যাটসম্যানের চেপে ধরেছিলো। সুবমান গিল, কোহলি, আইয়ার দাঁড়াতেই পারেনি। ভারতের বোলিং সম্পদ গভীর থাকায় অধিনায়ক রোহিত শর্মা (৮৭), কে এল রাহুল (৩৯) এবং সূর্যকুমার যাদবকে (৪৯) নিয়ে পরিস্থিতি সামাল দিয়ে দলের স্কোর ২২৯/৯ পৌঁছে দেয়। যে উইকেটে ডেভিড উইলি (৩/৪৫) , ক্রিস ওকস (২/৩৫) এবং আদিল রশিদ (২/৩৫) ছড়ি ঘুরিয়েছে সেখানে ভারতের বিশ্বসেরা বোলিং আক্রমণ সংহারী মূর্তি ধারণ করবে সেটি ছিল অনুমিত। হলো তাই ভারতের পেস স্পিন সাঁড়াশি বোলিং মোকাবিলায় তাসের ঘরের মতোই ঝরে পড়লো ইংলিশ ব্যাটিং দুর্গ। ১/৩০, ২/৩০, ৩/৩৩, ৪/৩৯, ৫/৫২, ৬/৮১, ৭/৯৮, ৮/৯৮, ৯/১২২ উইকেট পতনের ধারা দেখলেই অনুমান করা যায় কতটা অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। মোহাম্মদ সামি (৪/২২), জাসপ্রিত বুমরা (৩/২২), কুলদীপ যাদব (২/২৪) ইংল্যান্ড বিজয়ে মুখ্য ভূমিকা রেখেছে। ইংল্যান্ড বাটিংয়ে লিয়াম লিভিংস্টোন (২৭) ছাড়া উল্লেখ করার মোট কেউ খেলতে পারেনি। ১২৯ রানে সাঙ্গ হওয়া ব্যাটিং নিয়ে কি বা করার থাকতে পারে? হেসে খেলেই ১০০ রানের বিশাল ব্যাবধানে জয় তুলে নিয়ে জয়যাত্রা অব্যাহত রাখে ভারত। ক্রমাগত পরাজয়ের বৃত্তে থাকা ইংল্যান্ডের পরিণতি দেখে বলতেই হবে টুর্নামেন্ট নিয়ে চ্যাম্পিয়ন দলের পরিকল্পনা এবং প্রস্তুতিতে অনেক ঘাটতি ছিল। অন্যদিকে মেধাবী ব্যাটসম্যান, বোলার্স সমৃদ্ধ ভারতকে অনেকটাই অজেয় মনে হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × four =