বিশ্ব সংগীত দিবসে রাজশাহীতে সংগীত সন্ধ্যা

তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে-রজনী কান্ত সেনের এই প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে ‘গানে গানে বাংলার সাধক শিল্পী’ শিরোনামে রাজশাহীতে শুরু হয় বিশ্বসংগীত দিবসের অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি তাদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

রজনীকান্ত সেনের সংগীতে উদ্বোধনের পর শিল্পী কনক গান নজরুল সংগীত- ‘মোর প্রিয়া হবে এসো রানি দেবো খোঁপায় তারার ফুল।’ এরপর রবীন্দ্র সংগীত নিয়ে আসেন শিল্পী সাথী। তিনি গাইলেন ‘তুমি কোন কাননের ফুল, কোন গগণের তারা’। এরপর একে একে লালনের ‘না জানি কোন সময়ে কোন দশা ঘটে আমার’, শাহ আবদুল করিমের ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে’, শাহ আলম সরকারের ‘তোমার লেখা গান আমি গান আমি গাইব’, বিজয় সরকারের ‘জানলে আগে এমন করে ব্যথা দিত না প্রাণে’ রাজ্জাক দেওয়ানের ‘এত যে নিঠুর বন্ধু জানা ছিল না’, হাসন রাজার ‘বাউলা কে বানাইল রে’ গান গাইলেন শিল্পীরা। সবশেষে সমবেত কণ্ঠে গাওয়া হলো ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ’।

অনুষ্ঠানে কনক ও সাথী ছাড়াও সংগীত পরিবেশন করেন শিল্পী বিবাগী সাজু, মোনালিসা, জেসমিন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নুসরাত শারমিন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদ সরকার।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + eleven =