বিয়ের খবর জানালেন চিত্রনায়ক রোশান

বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তবে সেটা আজ নয়, ৩ বছর আগে। ভালোবেসে নিজের প্রেমিকাকে ঘরে তোলেন তিনি। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন নায়ক। জানা গেছে, রোশানের স্ত্রীর নাম তাহসিন এশা। শনিবার (৬ মে) রোশান তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি।

ক্যাপশনে লেখেন, ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন। মন্তব্যের ঘরে দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন রোশানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। বিয়ের বিষয়ে রোশান বলেন, ‘আমরা ৩ বছর আগে বিয়ে করেছি। বিভিন্ন কারণে জানানো হয়নি। আমাদের জন্য দোয়া করবেন, যেন সুখে শান্তিতে থাকতে পারি।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার জোড়া ছবি; ‘পাপ’ ও ‘জ্বীন’। কাকতালীয়ভাবে দুটোই আবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 3 =