বৃষ্টি বদান্যতায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমী ফাইনালে অস্ট্রেলিয়া

সালেক সুফী: দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচ বৃষ্টি বাধায় পন্ড হওয়ায় অস্ট্রেলিয়া তিন ম্যাচে ২+১+১ = ৪ পয়েন্টস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমী ফাইনালে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের পয়েন্টস ৩। দক্ষিণ আফ্রিকার অবস্থান তুলনামূলক স্বস্তিকর। শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে বড় ব্যাবধানে পরাজয় এড়াতে পারলেই সেমী ফাইনালে পৌঁছাতে পারবে দক্ষিণ আফ্রিকা। অসীম সাহসী আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেও প্রথম রাউন্ড থেকে ফিরে যাবে। কাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ভালো খেলে ২৭৩ রান করেছিল আফগানিস্তান। উইকেট, প্রতিপক্ষ বিবেচনায় সংগ্রহ হয়তো ২৫-৩০ রান কম ছিল। অস্ট্রেলিয়া ১২.৫ ওভার ব্যাটিং করে ১০৯/১ পৌঁছানোর পর বৃষ্টি খেলা পন্ড করে দেয়।  পূর্ণাঙ্গ ম্যাচের জন্য উভয় দলের অন্তত ২০ ওভার খেলতে হয়।  তাই নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ায় বৃষ্টি ভাগ্যে তিন ম্যাচে ৪ পয়েন্টস নিয়ে সেমী ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়া।  দুর্ভাগ্য আফগানিস্তানের কাল পুরো খেলা হলে আফগানিস্তানের ম্যাচ জয়েরও সম্ভাবনা ছিল.

কাল কিন্তু অস্ট্রেলিয়ার দুধর্ষ পেস আক্রমণের মোকাবিলায় আফগান টপ অর্ডার ভালো শুরু করেছিল। ১০ ওভার শেষে রামানুল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৫১ রান। কিন্তু ১০-৪০ ওভারে অস্ট্রেলিয়ার স্পিন বোলার ত্রয় এডাম জাম্পা (২/৪৮), গেলেন ম্যাক্সওয়েল (১/২৮) এবং ম্যাথিউ সর্ট (০/২৪) আফগান ইনিংসের গতি শ্লথ করে দেয়।  তরুণ সাদিকুল্লাহ অতল ( ৮৫) এবং মেধাবী চৌকষ খেলোয়াড় জমাতুল্লাহ ওমারজাই (৬৫) ছাড়া আর কেউ কাল উল্লেখযোগ্য অবদান রাখতে পারে নি। তবুও ২৭৩ রান যথেষ্ট কম্পিটিটিভ স্কোর হতে পারতো। অস্ট্রেলিয়ান পেসার বেন দোয়ারসুস (৩/৪৭) এবং স্পেন্সার জনসন (২/৪৯) আফগান ইনিংস সীমিত করে বড় ভূমিকা পালন করে।

আফগানিস্তান শুরুতে ম্যাথিউ শর্টকে ফিরিয়ে দিলেও মারকুটে ট্রাভিস হেডকে নিয়ন্ত্রণে রাখতে পারে নি. অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান করে সুবিধাজনক অবস্থায় ছিল. বৃষ্টি বাধায় খেলা পন্ড হওয়ায় আফগানিস্তানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। কে জানে একটি দুটি উইকেট পরে গেলে হয়তো আফগান স্পিনাররা চেপে ধরতেও পারতো। বি গ্রূপ থেকে অস্ট্রেলিয়ার সেমী ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে মাত্র। দক্ষিণ আফ্রিকা -ইংল্যান্ড শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা না আফগানিস্তান অস্ট্রেলিয়ার সঙ্গী হবে। তবে সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার অনেক উজ্জ্বল।

এই ধরণের বৈষয়িক টুর্নামেন্টে বৃষ্টি বাধায় খেলার ফলাফল নির্ধারণ দুঃখজনক। আধুনিক বিজ্ঞান এখন অনেক আগে থেকেই নিখুঁত ভাবে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে  থাকে। দুই তিনটি ভেনু তৈরী থাকায় খেলা স্থানান্তর করার ব্যবস্থা অবস্যই করা সম্ভব। আশা করি ভবিষ্যতে আইসিসি বিষয়টি নজরে রাখবে। আফগানিস্তান এই টুর্নামেন্টে দারুন খেলে সবার মন জয় করে  নিয়েছে.ক্রিকেট বিশ্বকে আফগানিস্তানকে নিয়ে ভাবতে হবে যেকোনো আইসিসি টুর্নামেন্টে।  দলটিকে এখন সেরা দলগুলোর সঙ্গেই বিবেচনায় রাখতে হবে. সেমী ফাইনালে ভারত অথবা নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিংয়ের অগ্নি পরীক্ষা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 + one =