বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টেও কোনঠাসা অবস্থানে বাংলাদেশ

সালেক সুফী

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মধ্যে অনুষ্ঠানরত চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বৃষ্টি খেলার অধিকাংশ সময় ধুয়ে দিয়েছে। কিন্তু যতটুকু খেলা হয়েছে তাতেই বাংলাদেশ দ্বিতীয় দিনশেষে কোনঠাসা অবস্থানে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজ অনেক ক্যাচ ফেলে কিছু ব্যাটসম্যানকে দু বার তিন বার জীবন ফিরিয়ে দিলেও ফায়েদা নিতে পারে নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৬৪ রানে রানে গুটিয়ে গাছে বাংলাদেশ ইনিংস। দ্বিতীয় দিনশেষে ১ উইকেট হারিয়ে ৭০ রান করেছে বাংলাদেশ। বৃষ্টি যদি খেলার বাদ বাকি তিন দিনের অধিকাংশ সময় ধুয়ে না ফেলে বলা যায় টেস্ট পরাজয় এড়াতে পারবে না বাংলাদেশ।

বাংলাদেশ ইনিংসে ৭ জন ব্যাটসম্যান দুই অংকে পৌঁছাতে পারে নি. দুইজন করেছে ০, দুই জন ১ রান। ৭ জন ব্যাটসম্যানের সম্মিলিত সংগ্রহ ১৮ রান। বেশ কয়েকবার জীবন ফিরে পাওয়া সাদমান করেছে ৬৪ এবং শাহাদাত ২২। একমাত্র মেহেদী মিরাজ ছাড়া কারো বাটিংয়ে লড়াই করার মানসিকতা ছিল না। এহেন একটি ব্যাটিং আতঙ্ক গ্রস্ত দল টেস্ট ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়বে আশা করাই হতাশার। জয়ডন সেলস ৫ রানের বিনিময়ে ৪ উইকেট, সামার জোসেফ ৪৯ রানে ৩ উইকেট নিয়ে ধস নামিয়েছে। বাংলাদেশ কখন কোন বোলারের কাছে আত্মসমর্পণ করবে ক্রিকেট বিধাতাও মাঝে মাঝে বুঝতে সময় নেন।

বোলাররা পরিস্থিতি মোতাবেক চেষ্টার ত্রুটি করেনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের তাড়াহুড়ো করার কিছু নেই। হাতে আছে অফুরন্ত সময় ৩৭ ওভার খেলে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে করেছে ৭০ রান। তিন দিন বাকি আছে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ বা তার বেশি লিড নিলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দুই সেশন খেলতে পারবে বলে মনে হয় না। একমাত্র মুসল ধারায় বৃষ্টি বাংলাদেশকে রক্ষা করতে পারবে আরো একটি ধবল ধোলাই থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =