বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।
এদিকে সরেজমিনে ঘুরে পূর্ব ঘোষণা ছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ মানুষকে।
যাত্রীরা জানান, সকাল থেকে বৃষ্টির কারণে কোন ঘোষণা ছাড়াই মেট্রোরেল বন্ধ রাখা হয়েছে।
উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমালউপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল
দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
একাত্তর টিভি অনলাইন