ব্যক্তিগত কারণে বিসিবি ছাড়ছেন ফিজিও ক্যালেফাতো

ব্যক্তিগত কারণে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন ব্যবস্থাপক জুলিয়ান ক্যালেফাতো।তিন মাস আগে গুরুতর রোগে আকান্ত হওয়া ক্যালেফাতোর বাগদত্তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনে  এই মুর্হূতে তার পাশে থাকতে আগ্রহী ক্যালেফাতো।চলতি মাস শেষে  যুক্তরাজ্যে ফিরে যাবেন ক্যালেফাতো।

জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসাবে দুই বছরের মেয়াদে ২০১৯ সালে  বিসিবিতে যোগ দেন ক্যালেফাতে।  ২০২১ সালের নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে কাউন্টি ক্লাব ডার্বিশয়ারে এক বছরের জন্য যোগ দেন তিনি।

কাউন্টি ক্রিকেট ডার্বিশায়ারে এক বছর কাটানোর পর আবার বিসিবিতে পুনর্বাসন ব্যবস্থাপক হিসাবে এই বছরের জানুয়ারিতে যোগ দেন ক্যালেফাতো।বিসিবি এক বিবৃতিতে  ক্যালেফাতোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি  তার প্রিয়জনের মঙ্গল কামনা করেছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 15 =