তিন ইনিংসের একটিতে ৭৯, বাকি দুটিতে ফিফটি নেই। তবে তিনটিই কার্যকর ইনিংস। ফিফটি করতে না পারা দুই ইনিংস তো দলকে সহায়তা করেছ ট্রফি জয়ের লড়াই জিততে। সেই পারফরম্যান্সেরই স্বীকৃতি পেলেন শ্রেয়াস আইয়ার। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়কদের একজন জিতলেন মার্চ মাসের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার। বিডিনিউজ২৪.কম
নারী ক্রিকেটে মার্চ মাসের সেরা হয়েছে জর্জিয়া ভল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের চতুর্থ মাসেই মাস-সেরার খেতাব জিতে নিলেন অস্ট্রেলিয়ার এই আগ্রাসী ওপেনার।
শ্রেয়াস এই নিয়ে দ্বিতীয়বার পেলেন এই সম্মান। ভারতের এটি টানা দ্বিতীয় স্বীকৃতি। ফেব্রুয়ারি মাসের সেরা হয়েছিলেন শুবমান গিল।
ভলের এই প্রাপ্তি প্রথমবার। তবে অস্ট্রেলিয়ানদের দাপট এখানে বরাবরই। নারী ক্রিকেটে এই নিয়ে টানা চার মাসে সেরা হলেন অস্ট্রেলিয়ানরা।
মার্চ মাসে শ্রেয়াস খেলেছেন তিনটি ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন ৭৯ রান। পরে সেমি-ফাইনালে করেন ৪৫, ফাইনালে আবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৮। দুবাইয়ের মন্থর উইকেটে সেমি-ফাইনাল ও ফাইনালে তার ইনিংস দুটি দলকে সহায়তা করে জুটি গড়ে ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সফলতম ব্যাটসম্যান ছিলেন তিনিই।
সেরার লড়াইয়ে শ্রেয়াস পেছনে ফেলেন নিউ জিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রাভিন্দ্রা ও জ্যাকব ডাফিকে।
সেরা হয়ে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, ভারতের ট্রফি জয়ের পারফরম্যান্সে এই স্বীকৃতি পাওয়াটাই তাকে তৃপ্তি দিচ্ছে।
“মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দা মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্যরকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব।”
“ভারতের হয়ে বড় মঞ্চে অবদান রাখতে পারা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সতীর্থ, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অবিচল সমর্থন ও ভরসার জন্য। সমর্থকদে প্রতি আন্তরিক কৃতজ্ঞতা- আপনাদের প্রাণশক্তি ও প্রেরণা আমাদেরকে এগিয়ে নেয় প্রতিটি পদক্ষেপে।”
ভল আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। অভিষেকে ৪২ বলে অপরাজিত ৪৬ রানের পর দ্বিতীয় ম্যাচেই খেলেন ৮৭ বলে ১০১ রানের ইনিংস। মার্চ মাসের সেরা হয়েছেন তিনি নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সে।
সিরিজের তিন ম্যাচে তার স্কোর ৩১ বলে ৫০, ২০ বলে ৩৬ ও ৫৭ বলে ৭৫। অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।
অস্ট্রেলিয়ারই অ্যানাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রাসাদকে পেছনে ফেলে মার্চের সেরা হন ভল। আন্তর্জাতিক ক্রিকেটে আবিভার্বের সাড়া জাগানো ২১ বছর বয়সী ব্যাটার আশা নিয়ে তাকিয়ে আছেন ভবিষ্যতের সম্ভাবনার দিকে।
“আমার ও দলের জন্য অবিশ্বাস্য এক গ্রীষ্মের শেষটা দারুণভাবে হলো এই পুরস্কার জিতে। নিউ জিল্যান্ডে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে মৌসুমটা চমৎকারভাবে শেষ হয়েছে। আমার প্রথম অস্ট্রেলিয়ান গ্রীষ্ম কেটে গেল ঘূর্ণবাতের মতো এবং পরের মৌসুমের কথা ভেবে আমি রোমাঞ্চিত।”