ভারত ভবনে ‘মৈত্রী’র পুনর্মিলনী অনুষ্ঠিত

‘মৈত্রী’- ভারতে অধ্যয়ন করা বাংলাদেশি শিক্ষার্থিদের সংগঠন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানের পুরাতন ভারত ভবনে অনুষ্ঠিত হল এই সংগঠনটির পুনর্মিলনী অনুষ্ঠান।

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা। এদিন ভারতে অধ্যয়ন করা সফল বাংলাদেশি শিক্ষার্থিদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরাতন ভারত ভবন প্রাঙ্গন।

সফল এলামনাইদের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব বিদ্যমান। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে, তা অন্য কোনো দেশের মধ্যে নেই।’

রাষ্ট্রদূত আশা প্রকাশ করে আরও বলেন, “যেসব শিক্ষার্থী ভারতে অধ্যয়ন করে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন, তারা দুই দেশের মধ্যে জীবন্ত সেতুর মতো। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করার জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে ‘মৈত্রী’।”

দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের চেয়েও এ সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, ‘তবে আমাদের সত্যিকার যে সম্পর্ক, সেটা দুই দেশের জনগণেরই মধ্যে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 7 =