মঞ্চে আসছে ‘একাত্তর ও একজন নাট্যকার’

প্রয়াত নাট্যকার ড. ইনামুল হক স্মরণে মঞ্চে আসছে তারই লেখা নাটক ‘একাত্তর ও একজন নাট্যকার’। হৃদি হকের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন বিভিন্ন নাট্যদলের শিল্পীরা। নাটকটি মূলত ইনামুলক হকেরই লেখা তিনটি নাটকের কোলাজ।

বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। হৃদি হকের রচনা ও নির্দেশনায় এ নাটকে অভিনয় করছেন ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা।

ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হক বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টায় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে আলো জ্বলবে। এরপর দেখানো হবে ইনামুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্র।

নাটকে অভিনয় করছেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পী গোষ্ঠী ও ইনামুল হকের গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা।

গত বছরের ১১ অক্টোবর মারা যান ইনামুল হক। তার স্মরণ অনুষ্ঠান আয়োজনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজাদ আবুল কালামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, সারা যাকের, রতন সিদ্দিকী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও উপস্থিত থাকবেন।

বিডিনিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × four =