মঞ্চে আসাদুজ্জামান নূরের দুই রজনী

ঢাকার মঞ্চে আবারও মঞ্চস্থ হবে নাটক ‘রিমান্ড’। শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। চার মাস পর আবারও মঞ্চে ফিরছে নাটকটি। আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমিতে। নাটকটি প্রযোজনা করছে রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’। লেখকের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে মেধাবী অভিনেত্রী জ্যোতি সিনহাকে।

আরও অভিনয় করেছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা। ‘রিমান্ড’ নাটকের মূলে আছে একজন লেখকের ব্যক্তিগত দর্শন। যিনি নৈরাজ্যবাদী। নিজস্ব মতাদর্শ প্রচার, ব্যক্তিক আদর্শ কিংবা আধিপত্যের জন্য মায়াজাল বিস্তার করেন লেখায়। তরুণদের মধ্যে উসকে দেন জীবনবিধ্বংসী নানা প্রবণতা।

নানা অঘটনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দার জেরার সম্মুখীন হতে হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তার প্রশ্নাত্মক ধারায় ফুটে উঠতে থাকে লেখকের ভাবনাগুলো। নাট্যকার নৈরাজ্যবাদিতার এপিসটোলজিক্যাল স্বরূপসহ সাহিত্য-ইতিহাসের নানা উপাদান ব্যবহার করে তুলে এনেছেন লেখকের মনোদর্শন। গোয়েন্দা কর্মকর্তা চান প্রেম-ভালোবাসা, মানবতাবোধ। যেখানে দৈহিক কামনা নয়; প্রেম-মমতাপূর্ণ সম্পর্কই জীবনকে পূর্ণতা দিতে পারে।

নাটকটির চার মাস পর মঞ্চায়ন নিয়ে শুভাশিস সিনহা বলেন, ‘দীর্ঘদিন পর আবারও ঢাকার মঞ্চে রিমান্ড ফিরছে। মাঝখানে নূর ভাইয়ের কোমরের ব্যথাজনিত অসুস্থতার কারণে শো করা হয়ে ওঠেনি। নির্দেশক শুভাশিস সিনহা আরও বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ডকক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’

নিজেকে কিংবদন্তি অভিনেতা ভাবেন না আসাদুজ্জামান নূর। বরং নিজের অভিনয় দক্ষতা হ্রাস পাচ্ছে বলে জানালেন তিনি। বললেন, ‘আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। যে কারণেই হয়তো আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’ নূর জানান, ‘আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।’

সম্প্রতি এই তারকা অভিনয়ে বিগত বেশ কয়েক বছরের চেয়ে সরব। ‘জয় বাংলা ধ্বনি’ নামের সরকারি অনুদানের একটি ছবিতে অভিনয় করেছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। খ ম খুরশীদের পরিচালনায় এতে আরও রয়েছেন নিরবসহ অনেকে।

এর আগে আসাদুজ্জামান নূর আরেকটি নতুন চলচ্চিত্রে যুক্ত হন। সরকারি অনুদানের ‘চাঁদের অমাবস্যা’ নামের সেই ছবিটি পরিচালনা করছেন জাহির রহিম অঞ্জন। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। সামনেই উপন্যাসটি প্রকাশের ১০০ বছর পূর্তি হবে।

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর চারপাশের মনোরম কিছু লোকেশনে এ চলচ্চিত্রের শ্যুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। জানা গেছে, ছবিটির শ্যুটিং শেষ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × three =