মডেল সাদিয়া ইমির আজ জন্মদিন

ইমি নামেই তিনি বেশি পরিচিত। শাবনাজ সাদিয়া ইমি বাংলাদেশি র‌্যাম্প মডেল এবং অভিনেত্রী। ইমি ২৬ ডিসেম্বর  ঢাকার কানপুরে জন্ম নেন। ২০০১ সালে বিবি রাসেলের অনুপ্রেরণায় ‘ডি এইচ এল ফ্যাশন’ শোয়ের মাধ্যমে র‍্যাম্প মডেলিংয়ে তার অভিষেক ঘটে। তিনি গত একযুগ ধরে ফ্যাশন প্যারেডে ক্যাটওয়াক করছেন। সুপার মডেল হিসেবে জনপ্রিয় হলেও তিনি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র, বিলবোর্ড এবং বিনোদন পত্রিকার মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া কিছুসংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনায় অংশ নিয়েছেন তিনি। ২০১১ সালে ইমি বেস্ট মডেল অব ডিএফডব্লিউ পুরস্কার পান। উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + eighteen =