মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন বিকাল ৪টায় একাডেমির নন্দন মঞ্চে শিশুশিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন সায়কা নাজিফা বাবন, আনিকা ইবনাত নমিরা (স্পর্শ ব্রেইল), আজমাইন মাহির ইভান, হাবিবা আক্তার লোপা (স্পর্শ ব্রেইল)। দলীয় নৃত্য ‘বীরপুরুষ’ ও ‘আমি ধন্য হয়েছি’ পরিবেশন করেছে একাডেমির শিশু নৃত্যদল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুশিল্পীদের দল কারিশমা ‘স্বাধীনতা এই শব্দটি আমাদের’-এর সাথে নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সন্ধ্যা ৬টা থেকে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় সমবেত নৃত্য, সমবেত সংগীত, কবিতা পাঠ ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এছাড়া অনুষ্ঠানস্থলে গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করেন ‘তুমি বাংলার ধ্রুবতারা’ গানের সাথে একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্য শিল্পীবৃন্দ; ‘প্রতিদিন তোমায় দেখি’ গানের সাথে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র; ‘পদ্মাসেতু বিজয় গাঁথা ও বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ গানের সাথে সৃষ্টি নৃত্য দল; ‘বুকের ভেতর আকাশ নিয়ে’ গানের সাথে নৃত্যম; ‘স্বাধীন স্বাধীন দিকে’ গানের সাথে নন্দন কলাকেন্দ্র; ‘দে তালি বাঙালি’ গানের সাথে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র; ‘কারার ঐ লৌহ কপাট ও শিকল পরা ছল মোদের’ গানের সাথে রেওয়াজ পারফর্মিং আর্টস সেন্টার; প্রদীপ নাচ করেছেন অন্তর দেওয়ান ও তার দল।
একক সংগীত পরিবেশন করেছেন শিল্পী রোমানা ইসলাম খান, শাহীন হোসেন, সুষমা বিশ্বাস, সিরজুস সালেকিন, ইউসুফ খান, পুজা দাস তান্নি, আলমিনা নীতু, জি এম রহমান রনী, সানজিদা লাভলী, জেবুন্নেছা নিঝুম। সমবেত সংগীত পরিবেশন করে রবীন্দ্রসংগীত সমন্বয় পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফারজানা করিম ও দিলরুবা সাথি।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমির শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদদের স্মরণে ১৪ ডিসেম্বর ২০২২ সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সকাল ১০টায় রায়ের বাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টা থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী।