মাইকেল জ্যাকসনের বায়োপিকে ভাতিজা জাফর

কিংবদন্তী পপশিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এ নাম ভূমিকায় অভিনয় করবেন তার ২৬ বছর বয়সী ভাতিজা জাফর জ্যাকসন। আন্তোইন ফুকুয়ার পরিচালিত চলচ্চিত্রটির প্রযোজক অস্কার বিজয়ী ‘দ্য ডিপার্টেড’-খ্যাত গ্রাহাম কিং। সম্প্রতি জ্যাকসনের কাস্টিং ঘোষণা করা হয়েছে।

জাফর মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের দ্বিতীয় ছেলে। তিনি ২০১৯ সালে তার একক গান ‘গট মি সিংগিং’ প্রকাশ করেন। ‘মাইকেল’-এ অভিনয়ের মধ্যদিয়ে বড়পর্দায় অভিষেক হবে জাফর জ্যাকসনের।

প্রযোজক কিং এক বিবৃতিতে বলেছেন, ‘দুই বছর আগে জাফরের সঙ্গে আমার দেখা হয় এবং তারমধ্যে যেভাবে মাইকেলের কর্মশক্তি ও ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে, তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘সারাবিশ্বে অনুসন্ধান চালানোর পরেও আমার মনে হয়, এই ভূমিকায় অভিনয়ের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে জাফর অপ্রতিদ্বন্দ্বী।’

ফুকুয়া ইনস্টাগ্রামে মাইকেল জ্যাকসনের চরিত্রের কস্টিউম পড়া জাফরের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন। ফুকুয়া এক বিবৃতিতে আরও বলেছেন যে জাফরের ‘মাইকেল ও ক্যামেরার সঙ্গে দুর্দান্ত রসায়ন তৈরি করার প্রাকৃতিক ক্ষমতা রয়েছে।’

অন্যদিকে এক টুইটে জাফর বলেছেন, আমি ‘আমার আংকেল মাইকেলের গল্পকে জীবন্ত করে তোলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ ও সম্মানিত’। ‘মাইকেল’ ছবির শুটিং এ বছরই শুরু হবে।

‘মাইকেল’ হবে ২০০৯ সালে মারা যাওয়া পপ তারকা মাইকেল জ্যাকসনের একটি স্বীকৃত বায়োপিক। ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘দ্য অ্যাভিয়েটর’-খ্যাত চিত্রনাট্যকার জন লোগান এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন। প্রয়াত এই গায়কের সম্পত্তি থেকে পাওয়া আর্থিক সহযোগিতায় এটি নির্মিত হচ্ছে।

মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, ‘জাফর আমার ছেলেকে মূর্ত করে তুলেছে। তার বিনোদন ও পারফরমেন্স জ্যাকসন উত্তরাধিকারীকে বহন করতে দেখে খুব ভালো লাগছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × three =