মাদ্রিদের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলেন সেবালোস

মিডফিল্ডার ডানি সেবালোসের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব গতকাল এই ঘোষণা দিয়েছে। ২৬ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডারের সথে মাদ্রিদের আগের চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবার কথা ছিল।

এ সম্পর্কে এক বিবৃবিতে মাদ্রিদ বলেছে, ‘চার মৌসুমে সেবালোস মাদ্রিদের জার্সি ১২০ ম্যাচ ধরে রেখেছে। এই সময়ের মধ্যে সে ১১টি শিরোপা জয় করেছে।’ সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মৌসুমকে সামনে রেখে সেবালসের আগে চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার টনি ক্রুস ও ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।

এর আগে নতুন খেলোয়াড় হিসেবে দলে এসেছে মিডফিল্ডার জুড বেলিংহাম। অভিজ্ঞ লুকা মড্রিচ এবারও তার চুক্তি ধরে রাখতে সম্মত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে তার সাথে চুক্তি নবায়নের ইঙ্গিত পাওয়া গেছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + fourteen =