মার্শাল আর্ট নিয়ে টাইগার এবার হলিউডে

বলিউডে একের পর এক অ্যাকশন ছবি উপহার দিয়েছেন টাইগার শ্রফ। এবার হলিউডে কাজ করতে চলেছেন তিনি। ডিজিটাল মাধ্যমে রিলিজ হতে চলেছে টাইগার অভিনীত ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’

ইনস্টাগ্রামে টাইগার শ্রফ একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এই ডিজিটাল রিলিজের জন্য তিনি ‘প্রচন্ড উত্তেজিত।’ বলিউডের অ্যাকশন তারকা বলেন, “আমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ভক্ত। আমি ৪ বছর বয়স থেকে মার্শাল আর্ট শিখেছি। মার্ভেলের ছবিতে মার্শাল আর্ট দেখে আমি আরও বেশি উচ্ছ্বসিত।”

আগামী মাসের ১২ তারিখ ডিজনি-হটস্টারে রিলিজ হতে চলেছে ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস।’ টাইগার শ্রফের সঙ্গে এই ‘শাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’- শীর্ষক ছবিতে রয়েছেন সামু লিউ। অভিজ্ঞ এই অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরে আনন্দিত টাইগার। সেকথাও অকপটে স্বীকার করে নিয়েছেন জ্যাকি-পুত্র।

ইত্তেফাক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × one =