মাসব্যাপী সফর শেষে দেশে ফিরছে সোলস

ব্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে আছে সোলস। ২৪ সেপ্টেম্বর পার্থ শহরের কারটিন থিয়েটারে অনুষ্ঠিত হলো সফরের শেষ আয়োজন ‘সোলস লাইভ ইন পার্থ’। প্রয়াসের আয়োজনে এই কনসার্টে প্রায় দুই ঘণ্টা নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনায় সোলস।

এই কনসার্টের মধ্য দিয়েই শেষ হলো ব্যান্ডের প্রায় মাসব্যাপী অস্ট্রেলিয়া সফর। ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে অস্ট্রেলিয়া ছাড়ার কথা দলটির। তবে সোলস জানিয়েছে, এয়ার টিকিট পাওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই দেশে ফিরতে দিন দুয়েক দেরি হতে পারে।

গত ২৪ আগস্ট পুরো টিম নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছায় সোলস। গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে অংশ নেয় সফরের প্রথম কনসার্টে। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করে। এদিন সোলসের সঙ্গে দুজন দর্শক ‘সাগর তীরে’ ও ‘কলেজের করিডোরে’ গান দুটি গেয়েছেন।

এরপর ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন ও ২৩ সেপ্টেম্বর এডিলেডে সংগীত পরিবেশন করে সোলস। ২৪ সেপ্টেম্বর পার্থের কনসার্ট দিয়ে শেষ হয় তাঁদের মাসব্যাপী সফরের পরিবেশনা।

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে ব্যান্ডটির প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন কিছু গানও পরিবেশন করেছি। দর্শকেরা আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের পরিবেশনা উপভোগ করেছেন। আমাদেরও খুব ভালো লেগেছে। এবারের সফরে সোলস ছয়টি কনসার্টে অংশ নিয়েছে। পুরো সফরটি সোলসের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

অস্ট্রেলিয়া সফরের বিশেষ প্রাপ্তির কথা জানতে চাইলে পার্থ বড়ুয়া বলেন, ‘ক্যানবেরার কনসার্টে “মুখরিত জীবন” গানের গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। মেলবোর্নের কনসার্টে একমঞ্চে নকীব ভাইকে (নকীব খান) পেয়েছি।

শুধু তা-ই নয়, এই অনুষ্ঠানে আমার একমাত্র কন্যা রূপা বড়ুয়া সোলসের সঙ্গে গান করেছে। সবাই তাকে উৎসাহ দিয়েছে। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কন্যার সঙ্গে স্টেজে গাইব, এটা কল্পনা করিনি। সব মিলিয়ে এবারের সফরটি জীবনের বিশেষ পাওয়া হয়ে রইল।’

এই সফরে সোলস টিমে রয়েছেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, মীর মাসুম, শেখ আহাসানুর রহমান আশিক, মারুফ হাসান রিয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ ও লাইটিংয়ে ইভান।

উল্লেখ্য, ৫০ বছর পূর্তি উপলক্ষে ইতিমধ্যে পাঁচটি গান প্রকাশ করেছে সোলস। গানগুলো হলো ‘সাগরের প্রান্তরে’, ‘কিতা ভাইসাব’, ‘রিকশা’, ‘যদি দেখো’ ও ‘হাওয়াই মিঠাই’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =