মায়ের সুরে মেয়ের গান

অভি মঈনুদ্দীন
কয়েক বছর আগে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র কর্ণধার ধ্রুব গুহ’র উদ্যোগে একটি এক্সক্লুসিভ কাজের যাত্রা শুরু হয়েছিলো। আর তা ছিলো উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার সুরে রুনা লায়লার নিজেসহ আরো চারজন শিল্পীর কণ্ঠে নতুন মৌলিক গান। চারটি গান এরইমধ্যে প্রকাশিত হয়েছে ডিএমএস’ ইউটিউব চ্যানেলে। আর এবারই প্রথম রুনা লায়লার মেয়ে তানি লায়লা একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘কেন হয়েগেছি পর’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন রাজা কাশেফ। রুনা লায়লা জানান এরইমধ্যে গানটি ধ্র“ব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রুনা লায়লা বলেন,‘ গাজী ভাই বেঁচে থাকতেই এই গান লেখা। ডিএমএস থেকে একসাথে পাঁচটি গানের যে প্রজেক্ট ছিলো, তানির গানটি সর্বশেষ গান হিসেবে প্রকাশ পেলো। তানির কণ্ঠের সাথে যায় আমি এমন সুরই করেছি। তানি চেষ্টা করেছে সুরে থেকে ভালোভাবে গানটি গাইতে। আশা করছি সবারই ভালোলাগবে গানটি। ধন্যবাদ যথারীতি রাজা কাশেফকে যত্ন নিয়ে গানটির সঙ্গীতায়োজন করার জন্য। অবশ্যই ধন্যবাদ ধ্র“ব গুহকেও এই প্রজেক্টটি সুন্দরভাবে শেষ করার জন্য।’

এদিকে নিজের মায়ের সুরে গান গাইতে পেরে দারুণ উচ্ছসিত তানি লায়লা। গানটি প্রকাশ পাওয়াতে ভীষণ খুশী তিনি। গানটির মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফ বলেন, ‘আমি ভীষণ গর্বিত যে রুনা জি আমাকে তার গানগুলোর মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করার সুযোগ দিয়েছিলেন। যে কারণে আমি পরবর্তীতে আরো অনেক ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি।’ এর আগে এই প্রজেক্ট রুনা লায়লার সুরে আঁখি আলমগীর, লুইপা, হৈমন্তী ও রুনা লায়লা নিজে মৌলিক গান গেয়েছিলেন। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। এই গানগুলো ধ্র“ব মিউজিক স্টেশনে এক্সক্লুসিভ সং হিসেবেই বিবেচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − 5 =