মা হয়েছেন অনুশকা

আবারও মা হয়েছেন অনুশকা। অনুশকা-বিরাটের ছেলে হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি, আর ছেলের জন্মের খবর তারা দিয়েছেন মঙ্গলবার।

গুঞ্জন ছিল ফের গর্ভধারণ করেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী অনুশকা শর্মা। সেই গুঞ্জন নিয়ে পক্ষে-বিপক্ষে একটি টু শব্দও করেননি তিনি, দেননি বেবি বাম্পের কোনো ছবিও। চুপচাপ গর্ভাবস্থা পাড়ি দিয়ে অবশেষে ছেলের জন্মের খবর দিয়েছেন অনুশকা ও তার স্বামী ক্রিকেটার ভিরাট কোহলি।

লন্ডনের একটি হাসপাতালে এই দম্পতির ছেলের জন্ম হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। সেই খবর তারা দিয়েছেন মঙ্গলবার।

ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নবজাতকের জন্য শুভকামনা চেয়ে তারা বলেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলে এবং ভামিকার ছোট ভাই অকায়কে আমরা পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও সম্মান রাখতে সবার প্রতি অনুরোধ রাখছি।”

এই খবরে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বলিউডের অভিনয় শিল্পী, ক্রিকেটার থেকে তাদের ভক্ত অনুরাগীরা।

‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার অনুশকার নায়ক রাণবীর সিং শুভেচ্ছা জানিয়ে লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুরও।

আলিয়া ভাট লিখেছেন, “কি সুন্দর, অভিনন্দন “

ভূমি পেডনেকার, রাকুল প্রীত সিং এবং দিয়া মির্জাও শুভেচ্ছা জানিয়েছেন।

কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নেন কোহলি। ধারণা করা হয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি।  প্রথম সন্তান ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন কোহলি।

২০১৩ থেকে দীর্ঘ প্রেমের পর ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ভিরাট কোহলি ও অনুশকা শর্মা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 19 =