মা হারালেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর মাতা নাজমা রহিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাসস।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মহান সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মিণী নাজমা রহিম। আজ বেলা ৩টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মরহুমার জানাজা আজ রাত পৌনে ১০টায় (তারাবীর নামাজের পর) বেইলী রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + eleven =