‘মিরপুরি হাজার’ ক্লাবে মোমিনুল

ঢাকা, ৭ এপ্রিল ২০২৩ (বাসস) : টেস্ট ক্রিকেটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ব্যাটার মোমিনুল হক।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ শেষ হওয়া সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও অপরাজিত ২০ রান করেন মোমিনুল। এতে মিরপুরের ভেন্যুতে ১৫ টেস্টের ২৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে মোমিনুলের রান এখন ১০১৮।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ রান দরকার ছিলো মোমিনুলের। ম্যাচের প্রথম ইনিংসে ১৭ রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০ রানের ইনিংস খেলার পথে এ ভেন্যুতে মাইলফলক স্পর্শ করেন এই বাঁ-হাতি ব্যাটার।

মোমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

মুশফিক ২৪ টেস্টের ৪৩ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৭১২ রান, সাকিব ২১ টেস্টের ৩৮ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৮৩ রান এবং তামিম ২০ টেস্টের ৩৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৩১২ রান করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 14 =