মিশা-জায়েদ প্যানেলের অঞ্জনা শপথ নিলেন

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন অভিনেত্রী অঞ্জনা। তিনি কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি শপথ নিয়েছেন। তাকে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন শপথ পড়িয়েছেন।

বুধবার সন্ধ্যায় বিএফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে শপথ নেন অঞ্জনা। তাকে শপথ পড়ানোর সময় উপস্থিত ছিলেন নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই।

শপথ নেওয়ার পর অঞ্জনা বলেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা।’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা চাই সবাই মিলে সমিতিকে চাঙ্গা রাখবো। সবাই মিলে কাজ করবো সমিতির উন্নয়নে। যারা এখনো শপথ নেননি আশা করি তারাও দ্রুত আসবেন। তাদের নিয়ে এক সপ্তাহের মধ্যেই কার্যকরী সভা করতে চাই।

আমি আগেও বলেছি, আমাদের কার্যকরী সভায় টানা তিনদিন কোনো যৌক্তিক কারণ ছাড়া উপস্থিত না হলে তার পদ বাতিল হবে।’

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + six =