মুক্তিযুদ্ধের সিনেমা ‘সুবর্ণভূমি’তে সজল

মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে  ‘সুবর্ণভূমি’। সিনেমাটিতে আব্দুন নূর সজল অভিনয় করছেন একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে। এরই মধ্যে ঢাকার অদূরে পুবাইলে চার দিন শুটিং করেছেন তিনি। সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই। মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো ঘটনা ঘঠেছে তার একটি নিয়ে ‘সুবর্ণভূমি’ নির্মিত হচ্ছে।’

‘সুবর্ণভূমি’ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। অভিনেতা সজল ছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহা, মধু, আবুল হোসেন প্রমুখ।

সজল অভিনীত নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’ নামের ছবিগুলো মুক্তির মিছিলে রয়েছে। প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী সজল।

অভিনেতা বলেন, ‘এসব ছবিতে একেকটি চরিত্র একেক রকম। কোনো সিনেমায় আমি ২৫ বছরের যুবক, কোনো সিনেমায় আমি চল্লিশোর্ধ্ব একজন নেতিবাচক চরিত্রের মানুষ, আবার কোনো সিনেমায় আমি উদ্ভাবক, ‘জ্বীন’ তো জিন-ভূতের গল্প নিয়ে সিনেমা। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার গল্প বলার ধরন বদলে গেছে। আমাদের সিনেমা এখন অনেক উন্নত, আরও আধুনিক হয়েছে। তাই প্রত্যাশা বেড়েছে আমার অভিনীত প্রতিটি সিনেমা নিয়ে।’

জাগো নিউজ

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − 5 =