বিতর্ক চলছে বিতর্কের পথে। কিন্তু পাঠান নিয়ে উত্তেজনার কমতি নেই। শাহরুখ অনুরাগীরা কোমর বেঁধে নেমে পড়েছেন ছবির প্রচারে। আর তার মধ্যে নতুন খবর হল, শাহরুখের ‘পাঠান’ ছবি একের পর এক রের্কড গড়ছে, মুক্তির আগেই!
অ্যাডভান্স বুকিংয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ‘পাঠান’। ট্রেন্ড বলছে, ওপেনিংয়েই সবাইকে বাজিমাত করবে এই ছবি। সমীক্ষা বলছে, অগ্রিম বুকিংয়ে হালফিলের ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলেছে পাঠান।
শুধু তাই নয়, জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘গাইতেয়ি গ্যালাক্সি’তে এই প্রথম সকাল ৯টায় দেখানো হবে পাঠান। আর এ ব্যবস্থা করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যান ক্লাব।
পাঠান নিয়ে সোমবার দিল্লি হাইকোর্ট এক নতুন নির্দেশ দিল। দিল্লি হাইকোর্টের তরফ থেকে পাঠান ছবির প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেওয়া হল, এই ছবির ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন।
দিল্লি হাইকোর্ট জানিয়েছে, ওটিটি মুক্তির আগে ছবির সাবটাইটেল আগে থেকে জমা দিতে হবে। কেননা,সাবটাইটেলে যেন ভুল তথ্য দেখানো না হয় তার জন্যই এই ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া, সেন্সর বোর্ডের ছাড়পত্রও জমা দিতে বলা হয়েছে।