মুক্তি পেল ঐশীর নতুন গান বাঁশি বাজে দূরে

“বাঁশি বাজে দূরে, চেনা চেনা সুরে, মন আমার রয় না ঘরে।” সম্প্রতি সেরাকন্ঠ খ্যাত কণ্ঠশিল্পী রাকিবা ইসলাম ঐশীর এমন কথামালায় সাজানো একটি গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম বাঁশি বাজে দূরে। গানটি লিখেছেন মোঃ শহীদুর রহমান। গানটি সুর করেছেন অলোক বাপ্পা। বাশি বাজে দূরে গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
১২ সেপ্টেম্বর রবিবার প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হয়েছে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী নিজেই। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা আল মাসুম সবুজ।
২০১৭ সালে ফিজ আপ ও চ্যানেল আই কর্তৃক আয়োজিত সংগীত ভিত্তিক প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান সেরাকন্ঠে যুগ্নভাবে বিজয়ী হন ঐশী। তারপর থেকে সংগীতঙ্গনে নিয়মিত পদচারণা চলছে মেধাবী এই কণ্ঠশিল্পীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =