মুগ্ধকে নিয়ে প্রামাণ্যচিত্র

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যোদ্ধা মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খাওয়ার পানি বিতরণ করতে করতে প্রাণ দিয়েছিলেন মুগ্ধ। তাঁর সেই ঘটনা দাগ কেটেছে মানুষের মনে। এবার মুগ্ধকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন নির্মাতা সুজন আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছেন সৈয়দ আশিক রহমান। এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির শুটিং শেষ হয়েছে। সম্পাদনার কাজও গুছিয়ে এনেছেন নির্মাতা।

এ প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘মীর মুগ্ধ জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, কীভাবে ন্যায়ের পক্ষে থাকতে হয়। কীভাবে সত্যিকারের মানুষ হয়ে ওঠা যায়। প্রামাণ্যচিত্রটি নির্মাণের আগে মুগ্ধর পরিবারের অনুমতি নিয়েছি। চিত্রনাট্য রচনার পরেও তাঁদের দেখিয়েছি। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এবার মুগ্ধর মা-বাবা ও ভাইকে সিনেমাটি দেখাতে চাই। তাঁরা অনুমতি দিলেই আমরা প্রামাণ্যচিত্রটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten − four =