মুম্বাইয়ে ৩০০ ভক্তের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন শাহরুখের

বলিউডের কিং খান শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের উৎসব। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার (২ নভেম্বর) নিজের ৬০তম জন্মদিনে শাহরুখ খান ভক্তদের সঙ্গে মুম্বাইয়ের বাল গান্ধার্ব রং মন্দির অডিটোরিয়ামে আয়োজন করেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান।

শাহরুখ খান পরিবারের সঙ্গে আলিবাগে ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন করার পর ফিরে আসেন মুম্বাইয়ে। সেখানে তার আগমনের অপেক্ষায় হাজারো ভক্ত ভিড় জমান। শুধু ভারত নয়, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকেও বহু অনুরাগী উপস্থিত ছিলেন এই আয়োজনকে ঘিরে।

এই বিশেষ অনুষ্ঠানে কিং খান ৩-স্তরের বিশাল কেক কেটে ৩০০-রও বেশি ভক্তের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন। ভক্তদের হাতে ছিল ‘King Khan’ লেখা টি-শার্ট, আর মুখে উচ্ছ্বাসের ঝলক।

শাহরুখের জনপ্রিয় ফ্যান ক্লাব ‘টিম এসআরকে ইউনিভার্স’ তার আগমনের আগে পরিবেশন করে তার বিখ্যাত গান ‘ছাইয়্যা ছাইয়্যা’-এর নাচের পারফর্ম্যান্স। পুরো অডিটোরিয়ামে পরিণত হয় এক উৎসবমুখর আসরে।

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বর্তমানে সংস্কারের কাজ চলায় এ বছরের #SRKDAY অনুষ্ঠানটি বাইরে আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 − thirteen =