মৃত্যুর খবরটি গুজব: হানিফ সংকেত সুস্থ

নন্দিত নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত সুস্থ আছেন। নিজ বাসাতেই নিরাপদে আছেন।এমনটাই নিশ্চিত করেছেন ‘ইত্যাদি’র সহযোগী পরিচালক গাজী কিবরিয়া মিঠু।তিনি বলেন, ‘স্যার সুস্থ আছেন। বাসায় আছেন। কে বা কারা কোন উদ্দেশ্যে খারাপ সংবাদ ছড়িয়েছে, সেটি আমরাও বুঝতে পারছি না। স্যার অফিসে এলে দ্রুত সময়ের মধ্যে আমরা এই গুজবের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবো।’

পরে হানিফ সংকেত নিজেও বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছি। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ। বিষয়টি নিয়ে আমি লিখিত বক্তব্য তৈরি করছি সবার জন্য।’

বুধবার (২৫ মে) বেলা ১১টার পর থেকে সোশ্যাল হ্যান্ডেলে খবর ছড়ায় হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। কেউ পোস্ট করছেন মৃত্যুর খবরও!

বাংলা ট্রিবিউন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + 2 =